Wellcome to National Portal
Main Comtent Skiped

Our achievements

উপজেলা সমবায় কার্যালয়, সোনারগাঁ, নারায়ণগঞ্জ এর 

বিগত ০৩ বৎসরের অর্জিত সাফল্য 


ইশা খাঁর রাজধানী ও বরতমানে কারু ও লোকশিল্প দরশন খ্যাত নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলাধীন সমবায়কে উন্নয়নমুখী ও টেকসই করার জন্য সমবায় অধিদপ্তরকে কাজের ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি ভবিষৎ চ্যালেঞ্জ মোকাবেলার ভিত্তি প্রস্তুতের ক্ষেত্রে বিগত ০৩(তিন) বৎসরে উল্লেখযোগ্য সাফল্য অরজন সক্ষম হয়েছে। উপজেলা সমবায় করমকরতা এবং তাঁর অধিনস্ত করমকরতা ও করমচারীগণের উদ্ভাবনী প্রয়াসের ফলে সবায়কে আরও গণমানুষের সংগঠনে পরিনত করতে এবং গুনগত মান উন্নয়নে সোনারগাঁ উপজেলায় উৎপাদনমুখী সমবায় সমিতি গঠন, সমবায় উদ্যোক্ত সৃষ্টির কৌশল অবলম্বর, সমবায় পণ্য উপাদন ও বাজারজাত করণে সহায়ক ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে।  বিগত তিন বৎসরে উল্লেখযোগ্য সাফল্য অর্জনে সক্ষম হয়েছে। নারায়ণগঞ্জ জেলাধীন কর্মকর্তা/কমচারীগণের  উদ্ভাবনী প্রয়াসের ফলে সমবায়কে আরও গণমানুষের সংগঠনে পরিণত করতে ও এর গুনগত মান উন্নয়নে অত্র জেলার উৎপাদনমুখী ও সেবাধর্মী সমবায় গঠন, টেকসই সমবায় গঠনে উদ্বুদ্ধকরণ, সমবায় উদ্যোক্তা সৃষ্টির কৌশল অবলম্বন উল্লেখযোগ্য। বিগত তিন অর্থবছরে মোট ২৭টি নতুন সমবায় সমিতি গঠন করা হয়েছে এবং ৩৪০ জন নতুন সমবায়ীকে সদস্যভুক্ত করা হয়েছে। বিগত তিন অর্থবছরে মোট ২৯১টি সমবায় সমিতির নিরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এ ছাড়া ১৯০ জন সমবায়ীর দক্ষতা উন্নয়নে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং তিন বছরে প্রায়  ২৫০ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি ও পানি ব্যবস্থাপনা সমবায় সংগঠনের মাধ্যমে গ্রামের মানুষের তথা সমবায়ীগের আর্থসামাজিক উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।